সোমবার, ২ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
কেশরহাট প্রতিনিধি
কেশরহাটে র্যাবের অভিযান ২৫ লাখ টাকার কারেন্ট জালসহ নয়জন কারেন্ট জাল ব্যবসায়ীকে আটক করে এক বছর করে বিনাশ্রম কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আটককৃত কারেন্টজাল পুড়িয়ে দেয়া হয়।
দ-প্রাপ্তরা হলেন, কেশরহাট পৌর এলাকার বাকশৈইল গ্রামের মকবুলের ছেলে আবদুর মান্নান (৩২), সালামের ছেলে আয়নাল (২৫), জান মোহাম্মাদের ছেলে জামাল হোসেন (৪০), ইউসুফ আলীর ছেলে আবদুল ওহাব (৩২), আনসার আলীর ছেলে আমিনুল ইসলাম (২৬), ইব্রাহিম হোসেনের ছেলে নজরুল ইসলাম (৩৫), বরিঠা গ্রামের সামাদের ছেলে মজিবর রহমান (৩৭), বদর আলীর ছেলে আকরাম হোসেন (৪০) ও সাঁকোয়া গ্রামের রেজাউল ইসলামের ছেলে হালিম (২১)।
আদালত সূত্রে জানা গেছে, গতকাল শনিবার সকালে রাজশাহী র্যাব-৫ এর কোম্পানি কমান্ডার মেজর আশরাফ আলীর সঙ্গীয় ফোর্স নিয়ে কেশরহাটে সূতা পট্টিতে অভিযান চালিয়ে প্রায় ২৫ লাখ টাকার অবৈধ কারেন্ট জালসহ নয় ব্যবসায়ীকে আটক করে। পরে উপজেলা নির্বাহী অফিসার আলমগীর কবির ভ্রাম্যমাণ আদালত বাসিয়ে তাদের প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদ- দেন।