কেশরহাট উচ্চবিদ্যালয়ে বিদায় ও নবীনবরণ

আপডেট: জানুয়ারি ২৭, ২০১৭, ১২:০৬ পূর্বাহ্ণ

কেশরহাট প্রতিনিধি



রাজশাহীর কেশরহাট উচ্চবিদ্যালয়ে এএসসি পরিক্ষার্থীদের বিদায় ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সাহেদুজ্জামান মুক্তার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মোহনপুর উপজেলা আ’লীগের যুগ্মসম্পাদক ও কেশরহাট পৌর মেয়র শহিদুজ্জামান শহিদ। সহকারী শিক্ষক আসাদুজ্জামানের পরিচালনায় স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী জেলা পরিষদের সদস্য ও কেশরহাট পৌর আ’লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মাস্টার, মোহনপুর উপজেলা আ’লীগের সহসভাপতি ও কেশরহাট পৌরসভার প্যানেল মেয়র রুস্তম আলী প্রমাণিক, সংরক্ষিত নারী কাউন্সিলর মোমেনা আক্তার, মোহনপুর ডিগ্রি কলেজের অধ্যাপক রইচ উদ্দিন, কেশরহাট পৌর আ’লীগের সাংগঠনিক সম্পাদক রুবাইয়াত হোসেন উজ্জল, ব্যবসায়ী মনসুর রহমান রাজা মিয়া, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য আবদুস সাত্তার, মহাসিন আলী, নজরুল ইসলাম ও হোসেন আলী।

এ বিভাগের অন্যান্য সংবাদ