রবিবার, ২৬ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ১২ আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ ।
কেশরহাট প্রতিনিধি
কেশরহাট উচ্চবিদ্যালয়ে বিদায় বরণ অনুষ্ঠানে অতিথিবৃন্দ-সোনার দেশ
মোহনপুরের কেশরহাট উচ্চবিদ্যালয়ে বিদায় বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহেদুজ্জামান মুক্তার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাংসদ আয়েন উদ্দিন। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য দেন কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহম্মেদ. পৌরসভার প্যানেল মেয়র রুস্তম আলী প্রামাণিক, রাজশাহী জেলা পরিষদের সদস্য শফিকুল ইসলাম মাস্টার, সহকারি প্রধান শিক্ষক সহিদুজ্জামান।