মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ, ২৪ ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ ।
মোহনপুর প্রতিনিধি
মোহনপুরের কেশরহাট উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন পৌর আ’লীগের সভাপতি শাহেদুজ্জামান মুক্তা। গতকাল রোববার বিকেলে বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত ভোটগ্রহণে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালণ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন।
নির্বাচিত চারজন অভিভাবক সদস্যসহ মোট নয়জন ভোটার ভোটে অংশ নেয়। পাঁচটি ভোট পেয়ে মুক্তা সভাপতি হিসেবে বিজয়ী হয়েছেন। চার ভোট পেয়ে তার নিকটতম হয়েছেন পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আবদুস সাত্তার ম-ল।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, অত্যন্ত সুষ্ঠুভাবে অনুষ্ঠেয় ভোটগ্রহণে নবনির্বাচিত কমিটি বিদ্যালয় ও শিক্ষার্থীদের মঙ্গলে সর্বাধিক ভূমিকা পালন করবে। খুব ভালো একটি কমিটি গঠন হয়েছে।