কেশরহাট ডিগ্রিকলেজের পাঁচ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির চেক প্রদান

আপডেট: আগস্ট ১১, ২০১৭, ১২:৫১ পূর্বাহ্ণ

কেশরহাট প্রতিনিধি


কেশরহাট ডিগ্রিকলেজের এই পাঁচ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়-সোনার দেশ

মোহনপুরের কেশরহাট ডিগ্রি কলেজের পাঁচজন মেধাবি শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়েছে। কানাডা-বাংলাদেশ শিক্ষা ট্রাস্টের উদ্যোগে এসব চেক বিতরণ করা হয়।
গতকাল বৃহস্পতিবার দুপুরে উচ্চমাধ্যমিক স্তরের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের হাতে এসব চেক তুলে দেন অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহম্মেদ। এসময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যাক্ষ আনোয়ারুল হক হেনা, সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম সুলতান, সহকারী অধ্যাপক রেজওয়ানুল হক বকুল, সহকারী অধ্যাপক মোজাম্মেল হক, সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ আশরাফুল আলম, প্রভাষক তাজুল ইসলাম প্রমুখ। প্রত্যেককে দ্বিতীয় দফার পাঁচ হাজার টাকার চেক প্রদান করা হয়।