কেশরহাট পৌরসভার উদ্যোগে নারী দিবস উদযাপিত

আপডেট: মার্চ ৮, ২০২৪, ৬:০০ অপরাহ্ণ


কেশরহাট প্রতিনিধি :মোহনপুরের কেশরহাট পৌরসভার উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। শুক্রবার (৮ মার্চ) সকালে পৌর কার্যালয় মিলনায়তনে শতাধিক নারীর মাঝে নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়ার জীবনী নিয়ে আলোচনা করেন মেয়র শহিদুজ্জামান শহিদ। আলোচনা শেষে একটি র‌্যালি সড়ক প্রদক্ষিণ করে।

এতে কেশরহাট পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম, কাউন্সিলর আবদুস সাত্তার, কাউন্সিলর, হাফিজুর বকুল, কাউন্সিলর কফিল উদ্দিনসহ সকল নারী কাউন্সিলর পৌর কর্মকর্তা-কর্মচারীগণ অংশ নেয়। অন্যদিকে মোহনপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ