কেসি শর্মা ও অজয় কুমার মিশ্রকে শুভেচ্ছা

আপডেট: ডিসেম্বর ৪, ২০১৬, ১১:৪৫ অপরাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি



ভারতীয় হাইকমিশনের দ্বিতীয় সেক্রেটারি শ্রী কেসি শর্মার সঙ্গে বিদায়ী সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। গতকাল রোববার রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ এ শুভেচ্ছা জানান।
এসময় চেম্বারের নেতৃবৃন্দ ভারতীয় হাইকমিশনারের পক্ষ থেকে রাজশাহী চেম্বারকে সহযোগিতার জন্য কেসি শর্মাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞা প্রকাশ করেন। অপরদিকে নবনিযুক্ত সেক্রেটারি মি. অজয় কুমার মিশ্রকে ফুল দিয়ে রাজশাহীতে স্বাগত জানান হয়। এ সময় তাদের সঙ্গে দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য বিষয়ে আলোচনা করা হয়। আলোচনার এক পর্যায়ে নবনিযুক্ত সেক্রেটারিকে চেম্বার ভবনে আসার জন্য আমন্ত্রন জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, চেম্বরের সহসভাপতি মো. মুনজুর রহমান পিটার, পরিচালকবৃন্দ মাসুদুর রহমান রিংকু, এসএম এহেসান, মো. আহসান উদ্দিন সরকার, এসএম আইয়ুব, সাবেক পরিচালক ড. মো. ফয়সাল কবির চৌধুরী, এম শরীফ এবং সচিবালয়ের সহকারী সচিব মহাম্মদ গোলাম জাকির হোসেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ