কোটা আন্দোলনে নিহত ছাত্রলীগ কর্মী সবুজের গায়েবানা জানাজা অনুষ্ঠিত

আপডেট: জুলাই ১৭, ২০২৪, ৬:৪২ অপরাহ্ণ

পাবনা প্রতিনিধি:


সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে ছাত্রলীগকর্মী সবুজ নিহতের স্মরণে পাবনায় গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুলাই) বিকাল জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল, জেলা পরিষদের চেয়ারম্যান আ স ম আব্দুর রহিম পাকন, পৌরসভার মেয়র শরিফ উদ্দিন প্রধানসহ আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। জানাজার শেষে দেশ ও জাতির শান্তি কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য;, মঙ্গলবার রাজধানীর সায়েন্সল্যাবে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে নিহত হয়েছেন ছাত্রলীগ কর্মী সবুজ আলী।

এ বিভাগের অন্যান্য সংবাদ