সোমবার, ১৬ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ২ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
শিবগঞ্জ ( চাঁপাইনবাবগঞ্জ ) সংবাদদাতা:
কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসাবে চাঁপাইনবাবগঞ্জে দ্বিতীয় দিনের মত বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। বুধবার (১৭ জুলাই সকাল ১০টার দিকে এক্সিম ব্যাংক কৃষি বিশ^বিদ্যালয়সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল সহকারে চাঁপাইনাবগঞ্জ শহরের শান্তিমোড়ে এসে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়ক অবরোধ করে। এতে প্রায় এক ঘন্টা এ সড়কে যানচলাচল বন্ধ হয়ে পড়ে।
এসময় শিক্ষার্থীরা আন্দোলনরত শিক্ষাথীদের গুলি করে হত্যা ও হামলার বিচার দাবি করেন। পরে শিক্ষার্থীরা সেখানে মোনাজাতেও অংশ নেন। এরপর শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল সহকারে শহরের বিভিন্ন সড়ক ঘুরে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের সামনে গোল চত্বরে দুপুর ১২টার দিকে তাদের কর্মসূচী সমাপ্ত করেন।
এদিকে বিকালে শিবগঞ্জ উপজেলায় একই ধরনের কর্মসূচী পালন করেছে শিক্ষার্থীরা। বিকাল তিনটার দিকে শিবগঞ্জ পৌরসভার ইসলামী ব্যাংকের সামনে জড়ো হয় শিক্ষার্থীরা। এরপর তারা বিক্ষোভ মিছিল সহকারে শহরের বিভিন্ন সড়ক ঘুরে বিকাল ৫টার দিকে শিবগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে তাদের কর্মসূচী সমাপ্ত ঘোষনা করেন।