কোটা সংস্কারের দাবিতে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

আপডেট: জুলাই ৯, ২০২৪, ৭:২২ অপরাহ্ণ

কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন রাবি শিক্ষার্থীরা। ছবি: সোহাগ আলী

রাবি প্রতিবেদক:


১ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এই কর্মসূচি পালন করে তারা।

আন্দোলনকারীদের দাবি হলো- সরকারি চাকরির সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠী ও বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য কোটাকে ন্যায্যতার ভিত্তিতে নূন্যতম পর্যায়ে এনে সংসদে আইন পাস করে কোটা পদ্ধতিকে সংস্কার করতে হবে।
বিক্ষোভ সমাবেশে ‘কোটা পদ্ধতি সংস্কার আন্দোলন, রাবি’র অন্যতম সমন্বয়ক আমানুল্লাহ খান বলেন, যদি বলা হয় কোটায় পাইলট বা, ইঞ্জিনিয়ার নিয়োগ দেওয়া হবে, সেটা কি কেউ মেনে নিবে? মেনে নিবে না।

তাহলে, যারা রাষ্ট্র চালাবে, তাদেরকে কিভাবে এতো পরিমানে কোটায় নিয়োগ দেওয়ার বিষয়টা মেনে নেওয়া যেতে পারে? দক্ষ মানবসম্পদ নিয়োগ দেওয়া না হলে, রাষ্ট্র টিকবে কিভাবে? রাষ্ট্রতো ধসে পড়বে। প্রাথমিক শিক্ষা ব্যবস্থা একটা জাতিকে শুরু থেকে গড়ে তোলে। এখন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়োগের ক্ষেত্রে যদি ৯০-৯৫ ভাগ কোটা দেওয়া হয়, তাহলে এ রাষ্ট্রকে ধ্বংস করার জন্য কোনো বহিঃশত্রুর ষড়যন্ত্র করার দরকার হবে না।

আরেক সমন্বয়ক রেজওয়ান গাজি মহারাজ বলেন, আমরা দীর্ঘদিন থেকেই আন্দোলনটা চালিয়ে আসছি। গতকাল আমরা একটা বড় কর্মসূচি পালন করেছি। এছাড়া, সারাদেশেই আজ সাধারণ কর্মসূচি পালন করা হয়েছে। তাই, আমরাও আজ বড় কোনো কর্মসূচি পালন করছি না। পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে আগামীকাল (মঙ্গলবার) আবার বড় কোনো কর্মসূচি দিতে পারি।

সরেজমিনে দেখা যায়, বিকেল তিনটা থেকেই প্যারিস রোডে জড়ো হতে থাকেন শতাধিক শিক্ষার্থী। তবে, বিভিন্ন কারণে আজ শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলক কম ছিল। এর আগের কর্মসূচিগুলোতে সহস্রাধিক শিক্ষার্থীকে উপস্থিত হতে দপখা গিয়েছিল।

এদিকে এদিন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ভেন্যুর নিকটেই শাখা ছাত্রলীগের শতাধিক নেতাকর্মীকে জড়ো হয়ে বসে থাকতে দেখা যায়। তারা ড. মমতাজ উদ্দিন আহমেদ একাডেমিক ভবনের সামনে চায়ের দোকানে বসেছিলেন। তাদেরকে ভয় পান না উল্লেখ করে ইঙ্গিত করে বক্তব্য দিতেও দেখা যায় কোটা সংস্কার আন্দোলনকারীদের।
তবে, এবিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু জানান, বিষয়টা তেমন কিছু না, তাদের কর্মী সভা ছিল।

আরও পড়ুন: কোটা  সংস্কারের দাবিতে

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version