শনিবার, ২৫ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ১১ আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
রাজশাহীতে হেরোইনসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব ৫ এর একটি অপারেশন দল জেলার গোদাগাড়ী থানার সিএন্ডবি (আচুয়া) এলাকায় অপারেশন পরিচালনা করে মাদক ব্যবসায়ী ইসমাইল হোসেন বাবুকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামি গোদাগাড়ির নীলবোনার সাজ্জাদ আলীর ছেলে। এ সময় আসামির কাছ থেকে ১ কেজি ৪৭৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়। আসামির বিরুদ্ধে জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে।