বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :
পৃথিবীর একটি দীর্ঘ ইতিহাস রয়েছে। কিন্তু অনেকেই হয়তো এটা জানেন না কোটি কোটি বছর আগে শনির মত রিং ছিল পৃথিবীর চারিদিকে। শুনে অবাক হলেও এটাই সত্যি। মেলবোর্নের একটি বিশ্ববিদ্যালয় সম্প্রতি এমনই এক তথ্য সামনে নিয়ে এসেছে।
সেখানে তারা দাবি করেছেন ১০ মিলিয়ন বছর আগে পৃথিবীর চারিদিকে ছিল শনির মতই চক্র। পৃথিবীর পরিবেশ তারাই প্রভাবিত করত। সমীক্ষায় আরও দাবি করা হয়েছে শনির মত পৃথিবীর চারিদিকে যে বলয় ছিল সেটা একসময় অদৃশ্য হয়ে যায়।
সেগুলিকে পৃথিবী নিজেই নিজের দিকে আকর্ষণ করেছিল বলেই মনে করা হচ্ছে। তবে এর বিরুদ্ধে সরব হয়েছেন একজন বিজ্ঞানী।
তারা মনে করছেন যদি শনির মত পৃথিবীর চারিদিকে বলয় থেকে থাকে তবে চাঁদের উৎস হল কোথা থেকে।
যে বলয়ের কথা বলা হচ্ছে তা যদি সত্যি প্রমাণিত হয় তবে পৃথিবীর ভূত্বকের যে ক্ষতির সম্ভাবনা রয়েছে তা থেকে পৃথিবী নিজেই টুকরো হয়ে যেতে পারত। কিন্তু সেটা হয়নি।
তবে কোথায় উধাও হয়ে গেল সেই বলয়। এখানেই মেলবোর্নের গবেষকরা দাবি করছেন পৃথিবীর চারিদিকে যে বলয় ছিল তাঁকে নিজের দিকে আকর্ষণ করার পরই পৃথিবীতে পাহাড়-পর্বত তৈরি হয়েছে। ফলে পৃথিবীর ধ্বংস হয়নি সৃষ্টির পথে এগিয়ে গিয়েছে।
তথ্যসূত্র: আজকাল অনলাইন