কোথায় সমস্যা জানেন না সৌম্য

আপডেট: অক্টোবর ১৪, ২০১৬, ১১:৪৮ অপরাহ্ণ

2nd lead

সোনার দেশ ডেস্ক
এক বছর ধরে সময়টা একদমই ভালো যাচ্ছে না সৌম্য সরকারের। গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার ব্যাট হেসেছিল। এরপর যে হারিয়ে গেলেন ভয় ডরহীন ক্রিকেট খেলে নাম কুড়ানো সৌম্য সরকার। এমন প্রশ্ন সকল সৌম্য ভক্তদেরও। সৌম্য অবশ্য জানেন না তার সমস্যা কোথায়?
শুক্রবার বিসিবি একাদশের ম্যাচ ছিল ইংলিশদের বিপক্ষে। কিন্তু ম্যাচটি না হওয়াতে বিসিবি একাদশের ক্রিকেটাররা বিকালে এম এ আজিজ স্টেডিয়ামে অনুশীলন করেছেন।
অনুশীলন শেষেই সৌম্য সরকার নিজের ফর্ম নিয়ে হতাশার কথা বলেছেন, ‘সমস্যাগুলো চিহ্নিত করতে পারিনি। সমস্যাটা কোথায় নিজেও জানি না। সব সময়ই চেষ্টা করি এটা থেকে বের হওয়ার জন্য। সবারই ক্ষেত্রে এমন সময় আসে। কে কত দ্রুত বের হতে পারে, সেটাই হচ্ছে বিষয়। ভালো হয়েছে আমার ক্যারিয়ারের শুরুতেই এমনটা হয়েছে।’
শুক্রবার দুই দিনের ম্যাচটির প্রথম দিনটি ভেস্তে গেলেও শনিবার ৪৫ ওভারের ম্যাচে অংশ নেবে বিসিবি একাদশ ও ইংল্যান্ড ক্রিকেট দল। আর এই ম্যাচে ফর্মহীনতায় ভোগা সৌম্য ফর্মে ফেরার চেষ্টা করবেন, ‘সব সময়ই নতুন ভাবে শুরু করতে চাই। আগে যেভাবে খেলতাম, তেমনই শুরুর চেষ্টা করি। কিন্তু সফল হচ্ছি না।’
দিনটি ভেস্তে যাওয়াতে হতাশা ব্যক্ত করেছেন সৌম্য সরকার, ‘আমরা যারা জাতীয় দলে ছিলাম, তাদের জন্য একটা ম্যাচ খেলার সুযোগ হতো। একটা দিন চলে গেছে, আরও একটা দিন রয়েছে। কালকে ব্যাটিং করার সুযোগ পেলে ভালো হতো।’
ফর্মহীনতায় ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলের বাইরে থাকতে হয়েছে সৌম্যকে। বিষয়টি খুব স্বাভাবিকভাবেই দেখেন তিনি। তার মতে, ‘জাতীয় দলে টিকে থাকাটা অনেক চ্যালেঞ্জের। ইমরুল ভাই ভালো করছে। অন্যান্য ওপেনাররাও ভালো করছে। আর আমি নিজের জন্য ফাইট করি, নিজের সঙ্গে নিজের চ্যালেঞ্জ ছুড়ি। ভাবি সর্বশেষ যেটা করেছি সেটার চেয়ে ভালো করতে হবে। নইলে নিজের কাছে নিজে হেরে যাব। এভাবেই আমি নিজেকে প্রস্তুত করি।’
মূলত গত বছর নভেম্বরে পাঁজরের ইনজুরিতেই ফর্মহীন হয়ে পড়েন সৌম্য। এরপর খেলা হয়নি জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ। ফিরেছিলেন বিপিএল-এ। সেখানে থেকেই শুরু হয় তার রান খড়া। যা অব্যাহত আছে এখন পর্যন্ত। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ, এশিয়া কাপের ব্যর্থতা টেনে নিয়েছিলেন ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও।
চলতি বছর প্রিমিয়ার লিগে আবাহনীর বিপক্ষে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে ৮৪ রানের একটি ইনিংস খেলেছিলেন। ১৫ ম্যাচে ৩৪৯ রান করে ফর্মে ফেরার ইঙ্গিত রেখেছিলেন তিনি। কিন্তু আফগানিস্তানের বিপক্ষে প্রথম দুই ম্যাচে ব্যর্থ হওয়া  সৌম্য আবারো হতাশ করলেন ভক্তদের। তৃতীয় ম্যাচে তাকে বসে যেতে হয় সাইডবেঞ্চে। সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে স্কোয়াডে থাকলেও মাঠে নামার সুযোগ হয় নি।-বাংলাট্রিবিউন