কোন ভোটারকে ভোট প্রদানে বাঁধা প্রদান করলে আইনের আওতায় আনা হবে : নাটোরে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা

আপডেট: ডিসেম্বর ২১, ২০২৩, ৭:৫৮ অপরাহ্ণ


নাটোর প্রতিনিধি:


নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, কোন ভোটারকে ভোট প্রদানে বাঁধা প্রদান করলে বা ভয়ভীতি দেখালে অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে। এই অবস্থা তৈরী হলে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা গ্রহন করতে হবে। ভোটাররা নির্ভয়ে ভোট কেন্দ্রে ভোট দিতে আসবেন। এই পরিবেশ তৈরীতে কাজ করছি আমরা।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে নির্বাচন কমিশনার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় এই কথা বলেন। এসময় তিনি আরও বলেন, কেউ আচরণবিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এমনকি তার প্রার্থীতাও বাতিল হতে পারে। পরে নির্বাচন কমিশনার জেলার চারটি সংসদীয় আসনের ভোট গ্রহন কর্মকর্তাদের সাথেও মতবিনিময় করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক আনিসুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার জসিম উদ্দিন হায়দার, জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা, পুলিশ সুপার তারিকুল ইসলাম সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।