মঙ্গলবার, ১৭ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ৩ জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক:
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের বিস্তারের মধ্যে একদিনে মৃত্যুর সংখ্যা ২৪ ঘণ্টার মধ্যে বেড়ে দেড়গুণ হল।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৩ হাজার নমুনা পরীক্ষা করে ১২ হাজার ১৮৩ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে; এই সময়ে মৃত্যু হয়েছে ৩৪ জনের।
এক দিনে মৃত্যুর এই সংখ্যা গত ১৮ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। এক দিনে এর চেয়ে বেশি মৃত্যুর খবর এসেছিল সর্বশেষ ২২ সেপ্টেম্বর, সেদিন ৩৬ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ১০ হাজার ৩৭৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল, মৃত্যু হয়েছিল ২১ জনের। সেই হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে ১৭ শতাংশ, আর মৃত্যু বেড়ে দেড়গুণ হয়েছে।
নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৮৫ হাজার ৩৩২ জনে। তাদের মধ্যে ২৮ হাজার ৩৬৩ জনের মৃত্যুর খবর সরকারের খাতায় এসেছে।
সরকারি হিসাবে গত এক দিনে দেশে সেরে উঠেছেন ২ হাজার ১৬৭ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৫ লাখ ৬৫ হাজার ৬৪৫ জন সুস্থ হয়ে উঠলেন।
তথ্যসূত্র: বিডিনিউজ