সোমবার, ১৬ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ২ জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক:
গত এক দিনে শনাক্ত রোগী ৫ হাজারের নিচে নেমেছে, শনাক্তের হারও নেমেছে ১৫ শতাংশের নিচে।
স্বাস্থ্য অধিদপ্তরের রোববারের বুলেটিনে আগের ২৪ ঘণ্টায় ৩২ হাজার নমুনা পরীক্ষা করে ৪ হাজার ৮৩৮ জন রোগী শনাক্তের খবর দিয়েছে। তাতে নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার দাঁড়ায় ১৪ দশমিক ৮৫।
নতুন শনাক্তদের নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৯ হাজার ৬৬৪ জন।
গত ২৪ ঘণ্টায় ২৮ জনের মৃত্যু হয়েছে। তাতে মহামারীতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৮১৯ জন।
সরকারি হিসাবে এই সময়ে সেরে উঠেছেন ১৩ হাজার ৮৫৩ জন। তাদের নিয়ে এই পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন ১৬ লাখ ৭৮ হাজার ৬৫৫ জন।
তথ্যসূত্র: বিডিনিউজ