ক্যান্সারে মেয়ের মৃত্যু, সংবাদ শুনে মারা গেলেন মা!

আপডেট: মার্চ ১২, ২০২৪, ১২:৩৬ অপরাহ্ণ


পাবনা প্রতিনিধি :পাবনার আটঘরিয়ায় ক্যান্সারে আক্রান্ত হয়ে মেয়ে আমেনা খাতুনের মৃত্যু হয়েছে। আর মেয়ের মৃত্যু সংবাদ শুনে মারা গেছেন মা ও।
সোমবার (১১ মার্চ) সন্ধ্যায় এই ঘটনা ঘটে উপজেলার দেবোত্তর ইউ-নিয়নের পাটেশ্বর গ্রামে ।
মৃতরা হলেন- পাটেশ্বর গ্রামের আলেম মোল্লার মেয়ে আমেনা খাতুন (৩৫) ও তার স্ত্রী ইসমত আরা (৫৫)।

স্থানীয়রা জানান, মেয়ে আমেনা খাতুন দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। গত কয়েকদিন আগে তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১১ মার্চ) ভোরে মৃত্যু হয় আমেনার। ওই খবর শোনার পর তার মা ইসমত আরা স্ট্রোক করেন। তাকে গুরুতর অসুস্থ অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সন্ধ্যায় তারও মৃত্যু হয়।

এ বিষয়ে দেবোত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাঈম্মীন হোসাইন চঞ্চল বলেন, গতকাল একইদিনে মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আমরা যতটুকু পারি পরিবারটির পাশে দাঁড়ানোর চেষ্টা করবো।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাদিউল ইসলাম বলেন, বিষয়টি আমরা জানতে পেরে মরদেহ উদ্ধার করে পরিবারকে বুঝিয়ে দিয়েছি। ঘটনাটি হৃদয় বিদারক।

এ বিভাগের অন্যান্য সংবাদ