মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
রাজশাহী নিউ উত্তরা কমিউনিকেশন ক্যাবল নেটওয়ার্কের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুর আড়াইটার দিকে নগরীর হেতেমখাঁ এলাকায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন, নিউ উত্তরা কমিউনিকেশনের পরিচালক রাজ্জাক আহমেদ রাজন।
সংবাদ সম্মেলনে বলা হয়, গত বুধবার নিউ উত্তরা কমিউনিকেশনে র্যাব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৭ জনকে সাজা প্রদান করেন। এরপর থেকে রাজশাহীর কয়েকটি ক্যাবল নেটওয়ার্ক মালিক নিউ উত্তরা কমিউিনিকেশনের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে। নিউ উত্তরা কমিউনিকেশনের বৈধ কাগজ পত্র থাকার পরও নগরীর কিছু অসাধু ক্যাবল ব্যবসায়ীরা এটিকে অবৈধ বলে প্রচার করে যাচ্ছে। তারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য নিজস্ব চ্যানেলের বিভ্রান্তির কিছু তথ্য তুলে ধরে প্রচার করছে। তারা যে নিজস্ব চ্যানেলে নিউ উত্তরা কমিউনিকেশন বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে সেটিও বিটিভি ও ক্যাবল নীতি মালার পরিপন্থি। আর এই অপপ্রচারের নিউ উত্তরা কমিউনিকেশনের ভাবমুর্তি ক্ষুন্ন হচ্ছে।
বক্তব্যে আরো বলা হয়, রাজশাহীর অন্যান্য ক্যাবল মালিকরা দীর্ঘদিন ব্যবসা করলেও নিউ কমিউনিকেশন ডিজিটাল সিস্টেম অর্থাৎ আধুনিক প্রযুক্তির মাধ্যমে ব্যবসা শুরু করার পর রাজশাহীর অন্যান্য ক্যাবল ব্যবসায়ীরাও এর সাথে চুক্তিভুক্ত হয়। তাদের সাথে বক্স প্রতি ২৫টাকা দেয়ার কথা থাকলেও তারা দীর্ঘদিন কোনো টাকা পরিশোধ করে নি। প্রশ্ন তোলা হয়, এটি অবৈধ হলে তারা কিভাবে নিউ উত্তরা কমিউনিকেশনের সাথে যুক্ত হলো।
সংবাদ সম্মেলনে ওই প্রতিষ্ঠান মালিকের ছোট ভাই খন্দকার আউলিয়া রাসেল ওয়াহিদ শিহাব জানান, ডিজিটাল প্রযুক্তির সমন্বয়ে নিউ উত্তরা কমিউনিকেশন কাজ শুরু করে। তাদের সেবার আধুনিক মানের হওয়ায় অন্যান্যরা ইশ্বান্বিত হয়। রাজশাহীর অন্যান্য ক্যাবল নেটওয়ার্কের চেয়ে উন্নমানের সেবা প্রদানের জন্য অল্প দিনে এই ক্যাবল নেটওয়ার্ক রাজশাহী মহানগরীতে প্রভাব ফেলে। মালিক পক্ষের অনুপস্থিতিতেই ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সাধারণ কর্মচারীদের সাজা প্রদান করা হয়েছে। আর এ ঘটনার পর থেকে নগরীর নিউ উত্তরা কমিউনিকেশনের হাজার হাজার গ্রাহক টিভি চ্যানেল দেখা থেকে বঞ্চিত হচ্ছেন। গ্রাহকদের দিকে লক্ষ রেখে অতিসত্ত্বর নিউ উত্তরা কমিউনিকেশন খুলে দেয়ারও দাবি জানানো হয়।