ক্যাম্পাসে খাবারের দাম ও মান তদারকি করলেন রাবি প্রক্টর

আপডেট: জানুয়ারি ২৮, ২০২৪, ৯:৫১ অপরাহ্ণ


রাবি প্রতিবেদক:রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে খাবারের দাম ও মান তদারকি করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক। রোববার (২৮ জানুয়ারি) দুপুর একটায় তিনি টুকিটাকি চত্বরের খাবারের দোকানগুলো পরিদর্শন করেন।

এ সময় তিনি শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং খাবারের মান যাচাই করেন। পরে সংশ্লিষ্ট দোকান মালিকদের পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে সতর্ক করেন এবং খাবারের দাম ও মানের দিকে খেয়াল রাখতে নির্দেশনা দেন।
পরিদর্শনের পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক বলেন, খাবারের দোকানগুলো আমরা মাঝে মাঝে মনিটরিং করছি। এটি একটি চলমান প্রক্রিয়া। দোকানগুলো মানসম্মত খাবার পরিবেশন করছে কিনা, খাবারের দাম ঠিক আছে কিনা, পাশাপাশি কী পরিবেশে খাবারগুলো তৈরি হচ্ছে, এ বিষয়গুলো আমরা দেখছি।

উল্লেখ্য, ২২ জানুয়ারি খাবারের দাম ও মান নিয়ন্ত্রণে দোকানদার ও শিক্ষার্থীদের নিয়ে উন্মুক্ত আলোচনার আয়োজন করেছিল রাবি প্রশাসন। সেখানে আলোচনা সাপেক্ষে খাবারের দাম বেঁধে দেওয়া হয়।