বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ, ১২ ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৫৬ রানের বিশাল লক্ষ্য দাঁড় করিয়েছে পাকিস্তান। ২২৭ রানে ২ উইকেট নিয়ে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে এই সংগ্রহ দাঁড় করায় মিসবাহ উল হকের দল।
প্রায় অসম্ভব এই টেস্ট জিততে ক্যারিবীয়রা দিন শেষ করেছে ৪ উইকেটে ১৭১ রান নিয়ে। জয়ের জন্য এখনও প্রয়োজন ২৮৫ রান। হাতে রয়েছে একটি দিন ও ৬ উইকেট। ব্যাট করছেন ব্ল্যাকউড (৪১) ও রোস্টন চেজ (১৭)। পাকিস্তানের পক্ষে দুই উইকেট নিয়েছেন লেগ স্পিনার ইয়াসির শাহ। একটি নিয়েছেন মোহাম্মদ নাওয়াজ ও রাহাত আলী।-বাংলাট্রিবিউন