বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
চট্টগ্রাম পর্ব দিয়ে গত ২৪ জুলাই শুরু হয়েছিল ২০১৫-১৬ মৌসুমের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবল। সেখানে তিন রাউন্ড খেলা শেষে লিগ চলে যায় ময়মনসিংহে। এরপর ঢাকা, সিলেট ঘুরে প্রথম লেগ শেষ হয় ঢাকাতেই। গত মাস থেকে শুরু হয়েছে বিপিএলের দ্বিতীয় লেগ। ঢাকা, ময়মনসিংহ ঘুরে আবারও লিগ ফিরছে চট্টগ্রামে। আজ শুক্রবার থেকে চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় লেগের খেলা।
বিকেল সাড়ে ৩টায় স্বাগতিক চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে লড়বে লিগের বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানম-ি ক্লাব। দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সোয়া ৬টায় মাঠে নামবে শেখ রাসেল ক্রীড়া চক্র। তাদের প্রতিপক্ষ সকার ক্লাব ফেনী। লিগে ১৪ রাউন্ড শেষ হয়েছে। বাকি আর ৮ রাউন্ড। এরপরই ইতি টানা হবে লিগের।
১৪ রাউন্ড শেষে সবার উপরে এখন আবাহনী লিমিটেড। দলটির সংগ্রহ ৩২ পয়েন্ট। এরপর যথাক্রমে চট্টগ্রাম আবাহনী (২৮ পয়েন্ট), রহমতগঞ্জ (২৫ পয়েন্ট), শেখ জামাল (২২ পয়েন্ট), মুক্তিযোদ্ধা (২০ পয়েন্ট), আরামবাগ (২০ পয়েন্ট), ব্রাদার্স (১৮ পয়েন্ট), টিম জেএমসি (১৪ পয়েন্ট), মোহামেডান (১৩ পয়েন্ট), শেখ রাসেল (১২ পয়েন্ট), ফেনী সকার (১০ পয়েন্ট) এবং উত্তর বারিধারা (১০ পয়েন্ট)।-বাংলা ট্রিবিউন