ক্রিকেট খেলোয়াড়দের ঞ্জাতার্থে

আপডেট: মার্চ ৩, ২০২৫, ১:৫৮ অপরাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি :


৪৩ তম জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় রাজশাহী জেলা ক্রিকেট দল অংশ গ্রহণ করবে। রাজশাহী জেলা ক্রিকেট দল গঠনের জন্য খেলোয়াড় বাছাই করা হবে। প্রতিযোগিতায় অংশ গ্রহণে আগ্রহী নিম্নলিখিত খেলোয়াড়গণকে খেলোয়াড়ি পোষাকে ও সংস্থার সদস্যগণকে মঙ্গলবার (৪ মার্চ) সকাল সাড়ে ১০ টায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে উপস্থিত থাকার জন্য জেলা ক্রীড়া অফিসার ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব গৌতম কুমার সরকার অনুরোধ জানিয়েছেন।

খেলোয়াড়গণ যথাক্রমে ওয়াহেদুজ্জামান ইমন, ইমন আলী, মইনউদ্দিন হোসেন রমজান,আল জুবায়ের পবন, সাকিবুল ইসলাম সবুজ, ফরহাদ হোসেন, মুস্তাক আল মারুফ, ইসহারুল ইসলাম কানন, কামরান হাফিজ ডিকি, শাকির হোসেন শুভ্র, সৌরভ হোসেন সামিউর রহমান হিরো, বাকের হোসেন, ইজাজ আহমেদ রকি, ইস্তাকুল অভি, ফাহিম আহমেদ, নাইমুল ইসলাম সুমন, সাজিদ হাসান, মাইনুল ইসলাম, আমিরুজ্জামান বাচ্চু, সাগর হোসেন,সুজন, দিলদার হোসেন, আকাশ,রিজোয়ান, নাহিদ, মেরাজ আলী রাজু ও অর্নব।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version