মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
রাবি প্রতিবেদক:আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও স্বাগতিক রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় রাবির শেখ কামাল স্টেডিয়ামে শুরু হয় খেলা।
টসে জিতে রাবির ক্যাপ্টেন পুলক প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। ঢাবি ব্যাটিং এ নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৪৯ রান। রাবি রান চেজ করতে নেমে ১৮ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩০ রান সংগ্রহ করে। এরপর বিতর্কিত এক ক্যাচের কারনে উত্তেজনার সৃষ্টি হয়। পরবর্তীতে আলো স্বল্পতার কারনে স্থগিত করা হয় ম্যাচ। যৌথভাবে দুই দলকেই বিজয়ী ঘোষণা করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ক্যাচ ধরার পর রাবির দলের খেলোয়াড়েরা দাবি করেন, বল মাটিতে স্পর্শ করেছে। কিন্তু আম্পায়ার খেলোয়াড়কে আউট ঘোষণা করে। এর ফলশ্রুতিতে মাঠে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পরর্বতীতে রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার ও রাবি শাখা ছাত্রলীগ মাঠে এসে পরিস্থিতি স্বাভাবিক করেন। পরিস্থিতি স্বাভাবিক হলে আলো স্বল্পতার কারনে আর খেলানো সম্ভব না হওয়ায় দুই দলকেই যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।