মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি
বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি, রাজশাহী জেলা শাখার ২০১৭-১৯ সালের দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ২৩ আগস্ট বুধবার বিকেল ৫টায় জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম ভবনে অনুষ্ঠিত হবে।
এর আগে, গত ১১ আগস্ট জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম ভবনে অনুষ্ঠিত এডহক কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় নির্বাচন পরিচালনার জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আখতারুজ্জামান রেজা তালুকদার রুমি, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার যুগ্মসম্পাদক (প্রশাসন) খায়রুল আলম ফরহাদ ও যুগ্মসম্পাদক (ক্রীড়া) রেজাউল ইসলাম বাবুলকে সদস্য করে তিন সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এছাড়া রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জনাব রফিউস সামস প্যাডিকে নিয়ে এক সদস্যের আপিল কমিটি গঠন করা হয়। পরে নির্বাচন পরিচালনা কমিটি নির্বাচনের সিডিউল ঘোষণা করে। নির্বাচনে কেন্দ্রীয় প্রতিনিধি উপস্থিতি থাকবেন বলে আশা করা হচ্ছে।