শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার বেলডাঙ্গাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ক্রোকি পরোয়ানাভুক্ত এক আসামির অস্থাবর সম্পত্তি জব্দ করেছে আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। অস্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে একটি খাট, এক সেট সোফা , একটি স্টিলের আলমিরা ও একটি রঙিন টিভি। খবর বিজ্ঞপ্তির।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, কাশিয়াডাঙ্গা থানার বেলডাঙ্গা পাড়ার মৃত আবুল কাশেমের ছেলে এনআই অ্যাক্টের মামলার আসামি জামিরুল ইসলাম দীর্ঘদিন যাবৎ পলাতক আছে। এজন্য আদালত তার অস্থাবর সম্পত্তি ক্রোকি করার জন্য পরোয়ানা ইস্যু করেন। পরোয়ানা তামিলে আসামি জামিরুলের অস্থাবর সম্পত্তি ক্রোক করতে অভিযান অব্যাহত রাখে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।
মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুর আড়াই টায় কাটাখালী থানার একটি টিম অভিযান চালিয়ে আসামি’র বাড়ি থেকে অস্থাবর সম্পত্তি সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা মূলে পুলিশ হেফাজতে গ্রহণ করেন।