সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ ।
ক্রীড়া প্রতিবেদক
ক্লেমন টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ২টি খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রথম খেলায় বাংলাট্র্যাক ক্রিকেট একাডেমি ৯ উইকেটে বড় বনগ্রাম মাস্টার পাড়া ক্রিকেট একাদশ পরাজিত করেছে।
গতকাল রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি টসে জয়লাভ করে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। বড় বনগ্রাম মাস্টার পাড়া ক্রিকেট একাদশ নির্ধারিত ২০ ওভারে ১০ উইকেটের বিনিময়ে ৫৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ তোতা ২৫ বলে ১৮ মাহফুজ ২৩ বলে ১১ রান সংগ্রহ করে । বিপক্ষ দলের নিহাদ ৭ রানে ৩টি শশী ১ রানে ২টি উইকেট লাভ করে। জবাবে বাংলাট্র্যাক ক্রিকেট একাডেমি ৩.৩ ওভারে ১ উইকেট হারিয়ে ৫৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে শশী ১৬ বলে ৩৫ জনি ২ বলে ২ রান সংগ্রহ করে। বিপক্ষ দলের রানা ৭ রানে ১টি উইকেট লাভ করে।
দ্বিতীয় খেলায় রাজশাহী কিংস একাদশ ৭৭ রানে রাজশাহী ক্রিকেট একাডেমিকে হারিয়েছে। রাজশাহী কিংস ইলেভেন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ শাহীন ২৬ বলে ২৭ মাহফুজ ২২ বলে ২৩ রান করে। বিপক্ষ দলের রায়হান ১৫ রানে ৪টি মিলন ১০ রানে ১টি করে উইকেট লাভ করে। অতিরিক্ত:১৫ রান। জবাবে রাজশাহী ক্রিকেট একাডেমি ১৭ ওভারে ১০ উইকেটে ৭৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ রায়হান ১১ বলে ২২ মিলন ১৮ বলে ১৪ রান সংগ্রহ করে। বিপক্ষ দলের মুঈন ১৪ রানে ৪টি সুভ ১৬ রানে ৩টি করে উইকেট লাভ করে। অতিরিক্ত: ০৫ রান।