শনিবার, ১ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
ক্ষমতা থাকার পর জনসভা করার জন্য এবার দিয়ে রাজশাহীতে বিগত দশ বছরে পাঁচবার প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের দলীয় প্রধান শেখ হাসিনার পদচারণায় মুখরিত হবে। রোববার (২৯ জানুয়ারি) দীর্ঘ ৫ বছর রাজশাহীতে আসছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের দলীয় প্রধান শেখ হাসিনা। প্রধানমন্ত্রী এবার দিয়ে ২০১৩ সালের ৫ সেপ্টেম্বর থেকে রাজশাহীতে তিনি পাঁচবার আসবেন। দলীয় প্রধানের সফর নিয়ে রাজশাহী বিভাগের নেতাকর্মীরাও উচ্ছ্বসিত।
রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ জানান, এর আগে সর্বশেষ ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি রাজশাহী মাদ্রাসা মাঠে, ২০১৭ সালের ১৪ সেপ্টেম্বর রাজশাহীর পবায় দলীয় জনসভায় হাজির হয়েছিলেন শেখ হাসিনা। এছাড়াও ২০১৩ সালের ৫ সেপ্টেম্বর রাজশাহীর বাগমারা ও ২০১৪ সালের ৮ ফেব্রুয়ারি চারঘাটে আওয়ামী লীগের জনসভায় যোগ দেন তিনি।
আসাদুজ্জামান আসাদ আরও বলেন, পূর্বের মতো এবারও জনসভায় নেতাকর্মীদের মধ্যে একটা জোয়ার সৃষ্টি হয়েছে। শুধু শহর নয়, রাজশাহী বিভাগের প্রতিটি পৌরসভা, উপজেলা ও ইউনিয়নকে সাজিয়ে তুলেছেন নেতাকর্মীরা। তাদের এই উদ্দীপনা আগামী নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীদের বিজয়ী করতে সহায়ক হবে। জনসভাকে ঘিরে জনগণের দ্বারে দ্বারে গিয়ে আওয়ামী লীগ প্রচার চালিয়েছে। যেন এ জনসভার রেশ দীর্ঘদিন থাকে।