শনিবার, ১০ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
চলছে ‘ডিয়ন চকলেট-চ্যানেল আই ক্ষুদে গানরাজ-২০১৬, পাওয়ার্ড বাই শরীফ কিচেন স্টার’র অডিশন। এরই মধ্যে সিলেট, বরিশাল ও রংপুর বিভাগের প্রাথমিক অডিশন সম্পন্ন হয়েছে। এবার শুরু হচ্ছে রাজশাহী বিভাগের প্রাথমিক যাচাই বাছাই। অডিশন অনুষ্ঠিত হবে আগামী ৯ ডিসেম্বর, শুক্রবার।
রাজশাহী বিভাগ থেকে যে সকল ক্ষুদেশিল্পীরা রেজিস্ট্রেশন করেছে তাদেরকে প্রাথমিকভাবে অডিশনের প্রস্তুতি নিয়ে সকাল ৯ টায় রাজশাহী শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে উপস্থিত থাকতে হবে। যারা রেজিষ্ট্রেশন করতে পারেনি তারা অডিশনের দিন রেজিষ্ট্রেশন করে অডিশনে অংশগ্রহণ করতে পারবে। প্রতিযোগীদের বয়সসীমা ১২ বছরের মধ্যে হতে হবে।
ডিয়ন চকলেট-চ্যানেল আই ক্ষুদে গানরাজ-২০১৬ পাওয়ার্ড বাই শরীফ কিচেন স্টার প্রচার হচ্ছে প্রতি সোমবার ও মঙ্গলবার রাত ৮টায়। এ প্রতিযোগিতার প্রধান বিচারক নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা এবং ব্যান্ড তারকা এস আই টুটুল।
মীম চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠান পরিকল্পনা ও পরিচালনা করছেন ইজাজ খান স্বপন। বিস্তারিত জানতে যোগাযোগ করুন ০১৭১১-৩৫৩০৩৫ ও ০১৭৯৮-৭৭৪৪০০ নম্বরে।