সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:নওগাঁর বদলগাছী আধাইপুর ইউপির রসুলপুর ক্ষুদ্র-নৃগোষ্ঠির মহল্লায় অগ্নিসংযোগ। আনুমানিক আধাঘণ্টার ব্যবধানে ১৯টি বাড়িঘর পুড়ে ছাই। ১৯টি পরিবারের সদস্যরা এখন বসবাস করছে খোলা আকাশের নিচে। জানা গেছে, অগ্নিসংযোগের সময় অজিত পাহান ঘুমিয়ে আছে ঘরে এমন সময় আগুনের তাপ লেগে অজিতের আড়াই মাসের অবুজ শিশু সন্তান কাঁদে উঠে। সন্তানের কান্না শুনে ঘুম ভাঙে অজিতের, দেখতে পায় ঘরে আগুন দাও দাও করে জ¦লছে। কোন রকমে সন্তানকে নিয়ে ঘর থেকে বেড়িয়ে আসে অজিত। নিমিশেই আগুন ছড়িয়ে পড়ে মহল্লায়। আধাঘণ্টার ব্যবধানে ১৯টি বাড়ি ঘর পুড়ে ছাই হয়ে যায়। ছাই হয়ে যায় ১৯ পরিবারের ভবিষ্যৎ। শনিবার (১০ শনিবার) বেলা ২টার পর বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয় বলে ধারনা করা হচ্ছে।
ক্ষুদ্র-নৃগোষ্ঠির অজিত জানান, সে ঘুমে ছিল, তার অবুজ শিশু পুত্র কান্দে না উঠলে দুজনেই পুড়ে মারা যেত। আগুনে বাড়িঘর হাড়ি পাতিল ধান চাল টাকা পয়সা লেপকাঁথা সব হারিয়ে কান্না করছিল সন্ধ্যা রাণী। জানতে চাইলে সন্ধ্যা রাণী জানান, ঘর করার জন্য এক লাখ টাকা জমিয়ে ছিল। টাকা গেল, খাবার ৩মন চাল পুড়ে গেল। কাঁদছিল রুবি রাণী তার গেছে নগদ দেড় লাখ টাকা। নারী পুরুষ সবাই মাঠে কৃষি কাজ করে। আগুন লাগার সময় কোন বাড়িতে লোকজন ছিল না। সবাই মাঠে কাজ করছিল। আগুনে ৩টি গরু ২টি ছাগল, বাড়ি বাড়ি টেলিভিশন, শ্যালো মেশিন সবই পুড়ে ছাই, সবাই এখন বেঁচে আছে জীবন্ত লাশ হয়ে। খবর পেয়ে ছুটে আসে ফায়া সার্ভিস কর্মিরা, আসে থানা পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী কশিনার (ভূমি) আতিয়া খাতুন, উপজেলা প্রকল্প ব্যাস্তবায়ন কর্মকর্তা ময়নুল ইসলামসহ স্থানীয় ইউপি চেয়াম্যান রেজাউল করিম পল্টন। ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগত ৫ হাজার করে টাকা ও ২টি করে কম্বল প্রদান করেন। চেয়ারম্যান পল্টন দেন প্রত্যেককে ১টি করে লুঙ্গি ও একটি করে শাড়ি। রাতে খাবারের ব্যবস্থা করেন মেম্বার নাহিদ।