বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
তানোর প্রতিনিধি
রাজশাহীর তানোরে হঠাৎ করে ছাত্রলীগের ফেসবুক পকেট কমিটি ঘোষণা করা হয়েছে। দীর্ঘ ছয় বছর পর উপজেলা ছাত্রলীগের এক বছর মেয়াদের কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সঞ্জীব কুমার শীলকে (সানী) সভাপতি এবং সারোয়ার হোসেন শাওনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
গত শনিবার রাতে জেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান খান হাবিব ও সাধারণ সম্পাদক মেরাজুল ইসলাম সরকার মেরাজ স্বাক্ষরিত ছাত্রলীগের প্যাডে এ কমিটির অনুমোদন দেন।
ছাত্রলীগের রাজশাহী জেলা শাখার সভাপতি হাবিবুর রহমান খান হাবিব বলেন, সংগঠনকে গতিশীল করতে আগামী এক বছরের জন্য তানোর উপজেলা কমিটি গঠন করা হয়েছে। অচিরেই সকল কলেজ, ইউনিয়ন ও পৌর কমিটি ঘোষণা করা হবে। উপজেলার নতুন কমিটির নেতাদের সমন্বয় করে তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জমা দেয়ার জন্য বলা হয়েছে।
সঞ্জীব কুমার শীল (সানী) এর আগে তানোর পৌর ছাত্রলীগের আহ্বায়ক ছিলেন। তাকে পকেট সভাপতি করায় উপজেলা জুড়ে সাবেক ছাত্রলীগ নেতাদের মাঝে বিরাজ করছে তীব্র ক্ষোভ। এদিকে তানোর উপজেলার ছাত্রলীগের সঞ্জীব কুমার শীলকে সভাপতি এবং সারোয়ার হোসেন শাওনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় ফেসবুকে ২৩ জুলাই তানোর উপজেলা ছাত্রলীগের কালো দিবস হিসেবে ঘোষণা করে নেতাকর্মীরা।
এনিয়ে সাবেক ছাত্রলীগের উপজেলা সভাপতি গোলাম মোস্তফা লাল্টু ক্ষোভ প্রকাশ করে বলেন, উপমহাদেশের প্রাচীনতম ছাত্র সংগঠন ছাত্রলীগ। যার ইতিহাস বলে শেষ করা যাবে না। ছাত্রলীগের মতো গুরুত্বপূর্ণ সংগঠনের এমন ফেসবুক পকেট কমিটি বেমানান। এটা ফেসবুক কমিটি। এ কমিটি দিয়ে সংগঠনকে কখনোই চাঙা করা যাবে না। তিনি আরো বলেন, ২০০৬ সালে বিশাল সম্মেলনের মাধ্যমে উপজেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হয়েছিলাম। নির্বাচিত হয়ে ইউনিয়ন কমিটি থেকে শুরু করে প্রতিটি ওয়ার্ড কমিটি করা হয়েছিল। যা এখন খুঁজেও পাওয়া যাবে কিনা সন্দেহ। ছাত্রলীগ একটা গণতন্ত্র ছাত্রসংগঠন। গণতন্ত্রের মাধ্যমেই সভাপতি সম্পাদক নির্বাচিত করার নিয়ম। কিন্তু যাদেরকে দেখলাম না হঠাৎ ফেসবুকে দেখছি সানীকে সভাপতি ও শাওনকে সম্পাদক করা হয়েছে। জানি না কি ভেবে তাদেরকে এতো বড় দায়িত্ব দেয়া হলো।
একাধিক নেতারা জানান, ২০১৩ সালের দিকে সম্মেলনের মাধ্যমে রবিন সরকার হন সভাপতি। তিনি সভাপতি হবার পর সংগঠনকে চাঙা এবং পৌর সদর এলাকার গোল্লাপাড়াস্থ আ’লীগ দলীয় কার্যালয় নির্মাণ রবিনের অবদান। তিনি ছাড়া এখানে কার্যালয় করা অসম্ভব হয়ে পড়তো। কার্যালয় উদ্বোধনে এসে নেতারা রবিনের সাংগঠনিক কার্যক্রমে এবং দলীয় কার্যালয় নির্মাণে ছিল তার ভূমিকা তুলে ধরেন। ছাত্রলীগের ফেসবুক পকেট কমিটি উপজেলা জুড়ে ভাইরালে পরিণত হয়ে পড়েছে।
এনিয়ে উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল মালেক জানান, সারোয়ার হোসেন শাওনের বাড়ি উপজেলার সরনজাই ইউপি এলাকার কাসারদিঘি গ্রামে। তিনি রাজশাহীতে লেখাপড়া করা অবস্থায় জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সমাপ্ত’র সঙ্গে থেকে মিছিল মিটিং করতেন। কিন্তু হঠাৎ ফেসবুকে দেখছি সে ছাত্রলীগের উপজেলার সম্পাদক হয়েছেন।