ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষায় চিনকে ঘিরে ফেলা হবে: ফাঁস ইমেইলে হিলারি

আপডেট: অক্টোবর ১৬, ২০১৬, ১১:৫৫ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক
উত্তর কোরিয়ার পরমাণু ও ক্ষেপণাস্ত্র কার্যক্রমের লাগাম টেনে ধরতে আরও সক্রিয় না হলে চিনকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বলয়ে যুক্তরাষ্ট্র ঘিরে ফেলবে বলে হিলারি ক্লিনটন এক বক্তব্েয বলেছিলেন- বলা হয়েছে ফাঁস হওয়া এক ইমেইলে। যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্ট প্রার্থীর প্রচার শিবিরের চেয়ারম্যানের ব্যক্তিগত অ্যাকাউন্ট নিয়ন্ত্রণে নিয়ে হাতিয়ে নেওয়া ইমেইলে উঠে আসা হিলারি ক্লিনটনের এই বক্তব্য প্রকাশ করেছে উইকিলিকস।

 
উইকিলিকসের ভাষ্য, তিন বছর আগে ২০১৩ সালের ৪ জুন যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক ব্যাংকিং ফার্ম গোল্ডম্যান স্যাকসে এক বক্তৃতায় চীনকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বলয়ে ঘিরে ফেলার ওই কথা বলেছিলেন হিলারি। “চিনকে ওই বার্তা দেওয়া হয়েছে যে, তুমি তাদের (উত্তর কোরিয়া) নিয়ন্ত্রণ কর, আর তা না হলে আমরা তাদের থেকে নিরাপত্তার ব্যবস্থা নিচ্ছি।” ফাঁস হওয়া ইমেইলের বিষয়ে শুক্রবার যোগাযোগ করা হলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর কোনো মন্তব্য করতে রাজি হয়নি। চিনকে এ ধরনের বার্তা পাঠানো হয়েছিল কি না জানতে চাইলে এক কর্মকর্তা বলেন, কূটনৈতিক বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করা পররাষ্ট্র দপ্তরের নীতির মধ্যে পড়ে না।

 
ফাঁস হওয়া ইমেইল অনুযায়ী, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব ছাড়ার পর হিলারি ওই বক্তৃতায় বলেন, উত্তর কোরিয়া ওয়ারহেড বহনে সক্ষম আন্তঃমহাদেশিয় ব্যালিস্টিক ক্ষেপণাত্র উন্নয়নের মতো পরিস্থিতিতে গেলে ওয়াশিংটন তা মেনে নেবে না। এটা শুধু তাদের মিত্র জাপান ও দক্ষিণ কোরিয়ার জন্যই নয়, যুক্তরাষ্ট্রের হাওয়াই ও পশ্চিম ঊপকূলও হুমকির মুখে পড়বে বলে মন্তব্য করেন তিনি। হিলারি বলেন, “ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বলয়ে আমরা চিনকে ঘিরে ফেলতে যাচ্ছি। আমরা ওই এলাকায় আরও রণতরী মোতায়েন করতে যাচ্ছি। “তাই চিন, আসো; হয় তুমি তাদের নিয়ন্ত্রণ কর অথবা আমরা তাদের থেকে নিজেদের সুরক্ষায় ব্যবস্থা নিচ্ছি।” যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া এ বছর উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে টার্মিনাল হাই অলটিচুড এরিয়া ডিফেন্স-থাড ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা মোতায়েনের ঘোষণা দিলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায় চিন।

 
এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা চিনকে লক্ষ্য করে নয় বলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হলেও ব্যবস্থাটির শক্তিশালী রাডার তাদের নিরাপত্তা ব্যবস্থায় বিঘœ ঘটাতে পারে বলে উদ্বেগ জানায় বেইজিং। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি গত ফেব্রুয়ারিতে বলেছেন, উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচির সমাধান হলেই কেবল ‘থাড’ স্থাপন বন্ধ হতে পারে। ফাঁস হওয়া ইমেইলে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে অনেকবার তাকে চিনাদের সঙ্গে বিত-ায় জড়াতে হয়েছে বলে হিলারি জানিয়েছেন। তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্রের বাহিনী প্যাসিফিক অঞ্চল মুক্ত করেছে বলে ওই অঞ্চলে চিনের মতো তাদেরও দাবি রয়েছে বলে চীনা পররাষ্ট্রমন্ত্রীকে বলেছিলেন তিনি।- বিডিনিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ