খাগড়াছড়িতে ইউপিডিএফের ২ জনকে গুলি করে হত্যা

আপডেট: জানুয়ারি ২৪, ২০২৪, ১:১৫ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় ইউপিডিএফের দুই সদস্যকে গুলি করে হত্যা করা হয়।
নিহতদের মধ্যে রবিকুমার চাকমা (৪৫) একজনের নাম জানা গেছে।

বুধবার (২৪ জানুয়ারি) সকাল ৭:৩০ টার দিকে উপজেলার দূরছড়িতে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। পুলিশ মৃতদেহ উদ্ধারে ঘটনাস্থলে যাচ্ছে।
ইউপিডিএফ নেতা অংগ্য মারমা বলেন, ঘটনার সময় আমাদের ৩ জন ছিলেন। দু’জনকে হত্যা করা হয়। অপরজন এখনো নিখোঁজ। ঘটনার জন্য প্রতিপক্ষ সংস্কারপন্থীদের দায়ী করেছেন তিনি।
তথ্যসূত্র: বাংলানিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ