খাতনা দিতে গিয়ে শিশুর মৃত্যু: দুই চিকিৎসক আটক

আপডেট: ফেব্রুয়ারি ২১, ২০২৪, ৩:২৬ অপরাহ্ণ

শিশু আয়হাম


সোনার দেশ ডেস্ক:রাজধানীর মালিবাগের একটি ডায়াগনস্টিক সেন্টারে সুন্নতে খতনা করাতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দুই চিকিৎসককে আটক করেছে পুলিশ। বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেন হাতিরঝিল থানার দায়িত্বরত এসআই সুজন। আটক চিকিৎসকরা হলেন- এসএম মুক্তাদির ও মাহবুব।

শিশুর পরিবারের পক্ষ থেকে থানায় দেয়া অভিযোগে বলা হয়, মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে আয়হামকে মালিবাগের জেএস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টারে ভর্তি করানো হয়। খতনা করার আগে অ্যানেসথেসিয়া দেয়ার পর তার আর জ্ঞান ফেরেনি। লোকাল অ্যানেসথেসিয়া দেয়ার কথা থাকলেও ফুল অ্যানেসথেসিয়া দেয়া হয় আয়হামকে। ঘণ্টাখানেকের মধ্যে তাকে মৃত ঘোষণা করা হয়।

আয়হামের পিতা ফখরুল আলম সাংবাদিকদের বলেন, খাতনার অ্যানেসথেসিয়া দিতে নিষেধ করার পরও সেটি শরীরে পুশ করেন ডা. মুক্তাদির। তার অভিযোগ, এই মৃত্যুর দায় মুক্তাদিরসহ হাসপাতাল কর্তৃপক্ষের। এ ঘটনায় তিনি
হাতিরঝিল থানায় মামলা দায়ের করেছেন।
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন

এ বিভাগের অন্যান্য সংবাদ