শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি:বুধবার (২১ ফেব্রুয়ারি) খাদেমুল ইসলাম বালিকা বিদ্যালয় ও কলেজে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত করণের মাধ্যমে জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কার্যক্রম শুরু হয়। অত:পর সকাল- ৬.৪৫ ঘটিকায় কালোব্যাজ ধারণ এবং ৭ ঘটিকায় প্রভাতফেরী বের করা হয়।
খাদেমুল ইসলাম বালিকা বিদ্যালয় তালাইমারী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ পূর্বক সকাল ৮:৩০ ঘটিকায় প্রতিষ্ঠানে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ উপলক্ষে দিবসটির প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরে আলোচনা করা হয়।
আলোচনা সভায় প্রতিষ্ঠানের সভাপতি মো. নূরুল ইসলাম সহ শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।