খাদেমুল ইসলাম স্কুলে বই উৎসব

আপডেট: জানুয়ারি ১, ২০২৪, ২:২৯ অপরাহ্ণ


সংবাদ বিজ্ঞপ্তি :


সোমবার (১ জানুয়ারি) খাদেমুল ইসলাম বালিকা বিদ্যালয় ও কলেজে ‘জাতীয় বই উৎসব-২০২৪’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। অনুষ্ঠানে বই উৎসব উদ্বোধন করে বক্তব্য প্রদান করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক (কলেজ) মো. আলমাছ উদ্দিন।

আরও বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের গভর্নিং বডির প্রাক্তন সভাপতি আলহাজ¦ এ্যাড. আব্দুল হাদি, জেলা বাকশিসের সাধারণ সম্পাদক অধ্যক্ষ জনাব রাজকুমার সরকার, প্রতিষ্ঠানের গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য শ্যামল কুমার ঘোষ এবং অনুষ্ঠানের সভাপতি ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ রণজিৎ কুমার সাহা।

এ বিভাগের অন্যান্য সংবাদ