রবিবার, ৬ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :
দক্ষিণ গাজার খান ইউনিস শহরে ইসরায়েলি বাহিনির বোমা হামলায় ২৮ জনের মৃত্যু হয়েছে। সতর্কতা জারির পরই স্থানীয় সময় শনিবার (১৮ নভেম্বর) হামলা শুরু করেছে ইসরায়েলি সেনা বাহিনি। হামলায় নিহতদের বেশিরভাগই শিশু। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা এর উদ্ধৃতি দিয়ে এ খবর প্রকাশ করেছে আল-জাজিরা।
বার্তা সংস্থা ওয়াফা এক প্রতিবেদনে জানিয়েছে, গাজার দক্ষিণের শহর খান ইউনিসে শনিবার সকালে ইসরায়েলি বাহিনি বোমা হামলা শুরু করেছে। এ হামলায় কমপক্ষে ২৬ ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশি অংশই শিশু। এ হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন ফিলিস্তিনি।
আল-জাজিরার খবরে বলা হয়েছে, উত্তর গাজার বেইত লাহিয়ার ইন্দোনেশিয়ান হাসপাতালের সংলগ্ন লক্ষ্যবস্তুতেও হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা।
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন