খাবার দেরি, স্ত্রীর মাথা কেটে চামড়া ছাড়াল ক্রুদ্ধ স্বামী!

আপডেট: মে ৩১, ২০২৪, ৫:০৫ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


স্ত্রী কেন রাতের খাবার দিতে দেরি করছে। স্রেফ এই কারণে মেজাজ হারিয়ে তাঁকে হত্যা করে মাথা কেটে ফেললো স্বামী! তার পর গোটা দিন ধরে তাঁর শরীর থেকে উপড়ে নিল চামড়া! এমনই মর্মান্তিক হত্যাকাণ্ডের অভিযোগ উঠলো কর্নাটকে। পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্তকে। সে নিজের অপরাধ কবুল করেছে বলেও দাবি পুলিশের।

কর্নাটকের টুমকুরে দশ বছরের দাম্পত্য শিবরামা এবং তাঁর স্ত্রী বছর পঁয়ত্রিশের পুষ্পলতার। তাঁদের একটি ৮ বছরের ছেলেও রয়েছে। প্রতিবেশী ও বাড়িওয়ালার দাবি, খুচখাচ গোলমাল হলেও কখনও তেমন বড় ঝগড়া তাঁরা কেউ হতে দেখেননি দুজনের মধ্যে।

কিন্তু অভিযোগ, সোমবার রাতে দু’জনের মধ্যে বচসা বাঁধে। পুলিশের দাবি, রাতের খাবার দিতে দেরি হওয়া নিয়েই ঝগড়ার সূত্রপাত। এর পর ক্ষুব্ধ পুষ্পলতা নাকি স্বামীর বেকারত্ব নিয়ে খোঁটা দেন। ফলে কলহ চরমে ওঠে।

আর তার পরই নিজের স্ত্রীকে কুপিয়ে হত্যা করে শিবরামা, অভিযোগ পুলিশের। কেবল তাই নয়, এর পর নাকি কুড়ুল দিয়ে পুষ্পলতার শিরñেদ করে তাঁর শরীর থেকে চামড়াও তুলে ফেলে অভিযুক্ত। ছোট্ট ছেলেটি পাশের ঘরে ঘুমন্ত অবস্থায় থাকায় সে কিছুই জানতে পারেনি।

সারা রাত ধরে স্ত্রীর চামড়া ছাড়ানোর পর ভোরবেলা বাড়ির মালিককে ডেকে নিজের অপরাধের কথা বলে শিবরামা। খবর যায় পুলিশে। পরে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে সে সব অপরাধ কবুল করে নেয়।
তথ্যসূত্র: সংবাদ প্রতিদিন অনলাইন

 

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version