খুবিসাসের নতুন কমিটিকে রাবিসাস’র অভিনন্দন

আপডেট: ফেব্রুয়ারি ৯, ২০২৪, ৫:২১ অপরাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি :খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) সাংবাদিক সমিতির নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিসাস)। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) এক যৌথ বিবৃতিতে নতুন এ কমিটিকে শুভেচ্ছা জানান সংগঠনের সভাপতি তৌসিফ কাইয়ুম এবং সাধারণ-সম্পাদক আব্দুস-সবুর লোটাস।

কমিটিতে সভাপতি পদে দৈনিক নয়া শতাব্দী পত্রিকার বিশ^বিদ্যালয় প্রতিনিধি একরামুল হক ও সাধারণ সম্পাদক পদে দৈনিক ট্রিবিউন নিউজের বিশ^বিদ্যালয় প্রতিনিধি সুমাইয়া আক্তার নির্বাচিত হয়েছেন।
বিবৃতিতে রাবিসাস নেতৃবৃন্দ বলেন, খুলনা বিশ^বিদ্যালয় সাংবাদিক সমিতির (খুবিসাস) নতুন কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র (রাবিসাস) পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা নতুন কমিটির সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি।

বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক সংবাদের পাশাপাশি নানা অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরতে সত্য ও নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছে সংগঠনটি। এ ধারা অব্যাহত থাকবে বলে আমরা আশা রাখছি। অতীতের ন্যায় ভবিষ্যতেও রাবিসাস-খুবিসাসের মধ্যে পারস্পরিক আন্তরিকতা ও সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় থাকবে বলে প্রত্যাশা।

কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি মুহিব্বুল্লাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রাণ প্রতিম কুন্ডু, সাংগঠনিক সম্পাদক আলকামা রমিন, অর্থ সম্পাদক খালিদ আহমেদ, দপ্তর সম্পাদক আমিনুর রহমান এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পাপড়ি খানম।
এছাড়া কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন ফারুক খান, মোস্তফা কামাল এবং মিরাজুল ইসলাম।