বুধবার, ২৯ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি
দিনাজপুরে কিশোরী ক্রিকেটারকে যৌনহয়রানীকারী কোচের বিচারের দাবিতে এবং সারাদেশের যৌনহয়রানী, ধর্ষণ ও নারী নির্যাতন’র প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার বিকাল পাঁচটায় খেলাঘর আসর রাজশাহীর উদ্যোগে নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ভাষাসৈনিক মোশারফ হোসেন আখুঞ্জির সভাপতিত্বে ও কলাম লেখক শাহ মো. জিয়াউদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন, খেলাঘর আসরের সংগঠক আলী আর্সলান অপু, অধ্যাপিকা বুলবুল রাণী ঘোষ, মুক্তিযোদ্ধা মিনহাজ উদ্দিন মিন্টু, আশরাফ হোসেন , আবদুল লতিফ চঞ্চল, হাবিববুর রহমান তুহিনসহ প্রমুখ। সারাদেশ ব্যাপি চলমান নির্যাতন নিপীড়ন বন্ধ করতে সমাবেশে বক্তারা সরকারের প্রতি আহবান জানান।