খেলাধুলা ও বিনোদন বুদ্ধির বিকাশ ঘটায় : লিটন

আপডেট: জানুয়ারি ২৭, ২০১৭, ১২:১১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক



রাজশাহী শিক্ষাবোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও প্রীতিভোজ অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও নগর সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, শিক্ষার্থীদের খেলাধুলা ও বিনোদন বুদ্ধির বিকাশ ঘটায়। শিক্ষার্থীদের চিন্তাচেতনার পরিবর্তন হয়েছে। শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, সৃজনশীলতা ও সহজীকরনের ফলে শিক্ষার হার বেড়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে স্কুলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লিটন বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে। শিক্ষার্থীরা আগামীতে দেশের উন্নয়নের ভূমিকা রাখবে। মেধাবী শিক্ষার্থীদের সব জায়গাতে মূল্যায়ন হয়। প্রধানমন্ত্রী বাঙালিদের উন্নত দেশের স্বপ্ন দেখিয়েছেন। এতে সবার সহযোগিতা প্রয়োজন।
রাজশাহী শিক্ষাবোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ তাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। এরপর শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ