রাজশাহীতে প্রাক বড়দিন উদ্যাপন II খ্রীষ্টিয়ান মিশন হাসপাতাল

আপডেট: ডিসেম্বর ২১, ২০২৩, ৯:২৪ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:


খ্রীষ্টিয়ান মিশন হাসপাতাল, রাজশাহীতে প্রাক বড়দিন উদ্যাপন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এ সময় তিনি খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান। সংবাদ বিজ্ঞপ্তি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাইট রেভা স্যামুয়েল সুনীল মানখিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ধর্ম প্রদেশের বিশপ জেভার্স রোজারিও, মিসেস মনিতা মানখিন, রাইট রেভা সৌরভ ফলিয়া, রেভা সুচিত্রা বেহেরা, রাইট রেডা. হেমেন হালদার, জেসিকা সূপর্ণা রিমি হালদার, রেভা জন প্রভুদান হীরা, মি. প্রদীপ চাঁদ মণ্ডল, প্রফেসর ডা. বিকে দাম, প্রফেসর ডা. এস.কে ভদ্র। আরো উপস্থিত ছিলেন কনসালটেন্ট, ডাক্তার, বিওটি-ও সকল সদস্য।

এ বিভাগের অন্যান্য সংবাদ