‘খড়কুটো’ বিজয় সংখ্যার মোড়ক উন্মোচন

আপডেট: জানুয়ারি ১২, ২০২৪, ১০:১১ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:


রাজশাহী ছড়া সংসদের প্রকাশনা ‘খড়কুটো’ বিজয় সংখ্যা-২০২৩ এর মোড়ক উন্মোচন করা হয়েছে। এছাড়াও শীতের কবিতা পাঠও অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জানুয়ারি) বিকেল তিনটায় রাজশাহী সিটি কপোরেশন হলরুমে এই বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

খড়কুটো বইটি সম্পাদনা করেছেন হাসান আবাবিল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুল খালেক, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকু, শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মহসিন আলী, অনুষ্ঠানে সাহিত্য ও কবিতা ভাবনা নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন ড. শহীদ সারওয়ার আলো, শুভেচ্ছা বক্তব্য দেন রাজশাহী ছড়া সংসদের সাধারণ সম্পাদক হাসান আবাবিল। সভাপতিত্ব করেন রাজশাহী ছড়া সংসদের সভাপতি নূরউল ইসলাম।

এ বিভাগের অন্যান্য সংবাদ