গণজাগরণ মঞ্চের চতুর্থ দিবস পালন উপলক্ষে জাগরণ র‌্যালি

আপডেট: ফেব্রুয়ারি ৬, ২০১৭, ১২:১৮ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক



গণজাগরণ মঞ্চের চতুর্থ দিবস পালন উপলক্ষে নগরীতে জাগরণ র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হয়েছে। গতকাল রোববার বিকেল সাড়ে ৪টার দিকে এ র‌্যালি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জয় বাংলা সংঙ্গিত ও আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ভাষাসৈনিক আবুল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, ভাষাসৈনিক মোশাররফ হোসেন আকুঞ্জি, কলামিষ্ট প্রশান্ত শাহা, অধ্যাপক সুজিৎ সরকার, মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, মুক্তিযোদ্ধা পাঠাগারের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মো. কামরুজ্জামান, উদীচীর সাধারণ সম্পাদক অধ্যাক্ষ আলমঙ্গীর মালেক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক দিলিপ কুরাম ঘোষ, মহিলা পরিষদের সভানেত্রী কল্পনা রায়, রাজশাহী থিয়েটারের সভাপতি কামারুল্লাহ সরকার, আবৃত্তি শিল্পী মনিরা রহমান মিঠি, ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক উজ্জ্বল, অধ্যাপক ফজলুল হক, জয় বাংলা সাংস্কৃতিক জোটের সভাপতি নিজামুল হুদা লিটন প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ