সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী অর্ণব মুস্তাকিম। স্বাধীনতার ৫৩ বছর শেষে ৫৪ বছরে পরবে। এই শিক্ষার্থী জানিয়েছেন তাদের মতামত। দৈনিক সোনার দেশ থেকে নেওয়া হয়েছে স্বাক্ষাতকার।
রাষ্ট্র ব্যবস্থা নিয়ে এই শিক্ষার্থী বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা অন্য সকল রাষ্ট্র ব্যবস্থার থেকে সেরা। দেশের সকল ক্ষমতা জনগণের হাতে। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা যেন ঘুরে রাজতন্ত্র না হয়ে যায় সতর্ক থাকা দরকার। দেশের সামরিক বাহিনীকে ক্ষমতাসীনদের অধীনস্থ না রেখে স্বাধীন করে রাখলে গণতন্ত্র নিশ্চিত থাকে।
মুক্তিযুদ্ধ নিয়ে তিনি বলেন, মুক্তিযুদ্ধ আমাদের স্বাধীন হওয়ার যেই আকাক্সক্ষা ছিলো তার বহিঃপ্রকাশ। পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক ভাবে যে একচ্ছত্র হস্তক্ষেপ, দমন-পীড়ননীতি এবং জোরপূর্বক চাপিয়ে দেওয়া মনোভাবের বিরুদ্ধে গোটা বাংলাদেশের জনগণ দল, মত নির্বিশেষে একত্র হয়ে যেই লড়াই করেছে। মুক্তিযুদ্ধের সময় যে চেতনা ছিল তা বাস্তবায়ন হয়েছে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দেখতে গেলে প্রশ্ন আসে, আমরা কি স্বাধীনতা রক্ষা করতে পেরেছি?
দেশের রাজনীতি নিয়ে তিনি বলেন, বাংলাদেশের শুরুর দিকে রাজনীতি ও রাজনীতিবিরা সাধারণ মানুষের কথা ভাবলেও বর্তমানে তা সম্পূর্ণ বিপরীত। নির্বাচনের সময় রাজনীতিবিদরা জনগণের কাতারে আসলেও নির্বাচন পরবর্তীতে তাদের আর পাওয়া যায় না। দেশের রাজনীতি ও রাজনীতিবিদরা যদি সাধারণ মানুষের কথা ভাবতো তাহলে বাংলাদেশ আজ থেকে আরও ১০০ বছর এগিয়ে থাকতো।
শিক্ষা ব্যবস্থা নিয়ে তিনি বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থা খুব সুক্ষ্ম ভাবে দেশকে মেধাহীন করার কার্যক্রমের একটি প্রয়োগ মাত্র। কেননা যে শিক্ষাব্যবস্থায় বর্তমানে চালু আছে তাতে এদেশের ভবিষ্যৎ অতি অন্ধকার। বিদেশে ক্লাস ফাইভে যেখানে বিজ্ঞান নিয়ে আলোচনা হয়, সুস্থ রাজনীতির শিক্ষা দেওয়া হয় সেখানে এদেশে ক্লাস ফাইভে ভাত ও ডিম ভাজি করতে শেখায়। এটা কোনো শিক্ষা ব্যবস্থা হতে পারে না। ভাত-ডিম ভাজি করা শিখাবে পরিবার, স্কুল না। এভাবে চলতে থাকলে দেশ মেধাহীন হয়ে পরবে খুব শীগ্রই।
তিনি আরও বলেন, দেশের ভবিষ্যৎ নিয়ে বাংলাদেশের ৯০ শতাংশ মানুষ আতঙ্কিত। বাংলাদেশের প্রতিটা সেক্টরে যে অনিয়ম, অব্যবস্থাপনা তাতে পুরো দেশকে গিলে খাচ্ছে। বিভিন্ন সেক্টরে আমরা পিছনের সাড়িতে অবস্থান করছি। সরকার কঠোর হলে অনিয়ম রুখে দিতে পারবে।