গণমাধ্যমকর্মীদের ওয়েজবোর্ড ঘোষণা ও নিয়োগপত্র প্রদানের দাবি

আপডেট: জানুয়ারি ১৯, ২০১৭, ১২:১৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক



গণমাধ্যম কর্মীদের নবম ওয়েজবোর্ড ঘোষণার দাবিতে নগরীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন। বিএফইউজের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার বেলা ১১টায় নগরীর আলুপট্টি মোড়ে অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচি থেকে রাজশাহীর বিভিন্ন দৈনিকে কর্মরত সাংবাদিকদের অবিলম্বে নিয়োগপত্র প্রদানের দাবি এবং সাংবাদিকদের হয়রানি ও বিনা কারণে চাকরিচ্যুতির প্রতিবাদও জানানো হয়।
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদের সঞ্চালনায় মানববন্ধন চলাকালীন অন্যদের মধ্যে বক্তব্য দেন, সিনিয়র সাংবাদিক মুস্তাফিজুর রহমান খান আলম, বিএফইউজে সদস্য জাবীদ অপু, আনিসুজ্জামান, আরইউজে কোষাধ্যক্ষ তবিবুর রহমান মাসুম, সিনিয়র সাংবাদিক কাজী গিয়াস, আরইউজে নির্বাহী সদস্য সাইফুর রহমান রকি, তানজিমুল হক, রাজশাহী মেট্টোপলিটন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, দুলাল আব্দুল্লাহ, ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের রাজশাহী শাখার সভাপতি আসাদুজ্জামান আসাদ, রাবি সাংবাদিক সমিতির সভাপতি মাহবুব আলম প্রমুখ।
মানববন্ধন কর্মসূচিতে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ ছাড়াও রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা অংশ নেন। কর্মসূচি থেকে বক্তারা অবিলম্বে নবম ওয়েজবোর্ড ঘোষণা এবং সংবাদ কর্মীদের নিয়োগপত্র প্রদানের জোর দাবি জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ