সোমবার, ৮ মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ, ২৩ ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
নগরীতে গণমাধ্যমকর্মীদের পাঁচ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। গতকাল রোববার পরিবেশ বিষয়ক সংবাদ সংস্থা‘নিউজ নেটওয়ার্কের’ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠিত এ কর্মশালা শেষ হয়। এরআগে গত বুধবার নগরীর এনজিও ফোরামের প্রশিক্ষণ কেন্দ্রে এ কর্মশালা শুরু হয়।
কর্মশালা শেষে গতকাল দুপুরে অংশগ্রহণকারী গণমাধ্যমকর্মীদের হাতে সনদ তুলে দেন, জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পারভেজ রায়হান, নিউজ নেটওয়ার্কের চিফ এক্সিকিউটিভ অফিসার শহীদুজ্জামান, প্রোগ্রাম অফিসার রেজাউল করিম, প্রথম আলোর রাজশাহীর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহম্মদ আজাদ।
কর্মশালায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত রাজশাহীর ২০ জন গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন। কর্মশালায় সাংবাদিকতায় গণতন্ত্র ও মানবাধিকারের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এছাড়া প্রশিক্ষণের অংশ হিসেবে গণমাধ্যমকর্মীদের একটি দল দ্বিতীয় দিন জেলার পবা উপজেলার বারনই নদীর তীর ঘুরে আসেন। একইদিন আরেকটি দল রাজশাহী শহরের ওপারে চরখিদিরপুর ও চরতারানাগর ঘুরে আসেন। এরপর তারা বিভিন্ন বিষয়ে প্রতিবেদন প্রস্তুত করেন। তৃতীয় দিন এসব প্রতিবেদন বিশ্লেষণ করেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. প্রদীপ কুমার পান্ডে।