গণসংযোগে সাধন চন্দ্র মজুমদার, ছুটছেন গ্রাম থেকে গ্রামে।

আপডেট: জানুয়ারি ৩, ২০২৪, ৩:০৬ অপরাহ্ণ


নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি :


সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ-১ আসনের সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার নিজ নির্বাচনি এলাকায় গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। এলাকায় নিজের উপস্থিতি জানান দেয়া এবং সাধারণ মানুষের খোঁজ-খবর নিতে ছুটে বেড়াচ্ছেন গ্রাম থেকে গ্রামে এবং নৌকা প্রতিকে ভোট চাচ্ছেন। খাদ্যমন্ত্রীর আগমনকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা চোখে পড়ার মতো।

বুধবার (৩ জানুয়ারি) সকালে সদর ইউনিয়নের চৌরা ভুতাহারা গ্রামের ভোটারদের খোঁজ নেয়ার মধ্য দিয়ে দিনব্যাপী গণসংযোগ শুরু করেন সাধন চন্দ্র মজুমদার।
খাদ্যমন্ত্রী তীব্র শীতকে উপেক্ষা করে গ্রাম থেকে গ্রামে ছুটে বেড়াচ্ছেন। তার আসার খবরে মানুষ পথে পথে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন।

ভোটার প্রভাস বলেন, মন্ত্রী হওয়ার পর তিনি আসেননি। এখন কাছে থেকে দেখতে এসেছি। তিনি দীর্ঘদিন থেকে এ আসনের এমপি। আবারো তাকেই বেছে নিবেন বলে জানান তিনি।
মন্ত্রী অপেক্ষমান অনেকের সঙ্গে কথা বলেন। আে সময় তিনি বলেন, নৌকা উন্নয়নের প্রতিক। নৌকায় ভোট দিলে দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হয়। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট চান তিনি,।