শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি :
রাজশাহীতে ৩ ডিসেম্বর বিএনপির বিভাগীয় গণসমাবেশ। এ সমাবেশের সংবাদ সংগ্রহের জন্য গণমাধ্যমকর্মীদের মাঝে বিএনপির দেয়া মিডিয়া কার্ডে সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ কারাবন্দি এক আসামির ছবি পরিবেশন করা হয়েছে।
এ কারণে মিডিয়া কার্ডটি রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজের) পক্ষ থেকে বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার রাতে আরইউজের সভাপতি রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক তানজিমুল হক এক বিবৃতিতে বলেন, আমরা গণমাধ্যমকর্মীরা কেউ সমাবেশস্থলে এই কার্ড গলায় ঝুলিয়ে বা সঙ্গে নিয়ে যাব না।
এরপরও সমাবেশে যদি ঢুকতে বাধা দেয়া হয়, তাহলে আমরা বয়কট করবো সমাবেশ। রাজশাহীর গণমাধ্যমকর্মীদের বিষয়টি সম্পর্কে অবগত থাকার অনুরোধ রইলো।