শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি
আগামী রোববার (২৫ মার্চ) গণহত্যা দিবস। দিবসটি যথাযোগ্য মর্যাদার সাথে পালনের লক্ষ্যে রাজশাহী মহানগর আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচীর মধ্যে রয়েছে- সূর্যোদয়ের সাথে সাথে সকল আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করন এবং কালো পতাকা উত্তোলন। সকাল ১০টায় রাজশাহী মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ। সন্ধ্যা ৭টায় কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা। সন্ধ্যার পর শহরের ১৩টি পয়েন্টে গণহত্যা বিষয়ক চলচিত্র প্রদর্শন।
দিবস উপলক্ষে গৃহীত কর্মসূচীসমূহে রাজশাহী মহানগর, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহন করার জন্য আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ও রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন ও রাজশাহী মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডাবলু সরকার।