গত আসরের আক্ষেপ ঘোচাতে চায় ঢাকা

আপডেট: ডিসেম্বর ৬, ২০১৬, ১২:০০ পূর্বাহ্ণ

সোনার দেশ ডেস্ক



বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরে চার নম্বরে থেকে গ্রুপ পর্ব উতড়েছিল ঢাকা ডায়নামাইটস। টানা দুই ম্যাচে জয় তুলে ফাইনালে ওঠার লক্ষ্যে আর পেরে ওঠেনি তারা। দ্বিতীয় কোয়ালিফায়ারে বরিশালের কাছে হেরে যায় তারা। তবে এবার শীর্ষে থেকেই গ্রুপ পর্ব শেষ করেছে তারা। তাই ফাইনালে ওঠার লড়াইয়ে দুটি সুযোগ পাচ্ছে দলটি। তবে সবার আগেই ফাইনালে উঠে গত আসরের আক্ষেপ ঘোচাতে চায় সাকিবের দল।
গতকাল সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে অনুশীলনে নামার আগে দলের অন্যতম সেরা খেলোয়াড় মোসাদ্দেক হোসেন সৈকত বলেন, ‘এর আগেরবার আমি যখন ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলেছি তখন আমরা এলিমিনেটর খেলেছি। তখন আমাদের দুইটা অপশন ছিল। চেয়েছিলাম দুইটা ম্যাচ জিতে ফাইনালে যেতে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তা হয়নি। তো এ বছর যেহেতু আমরা এক নম্বরে থেকে সেমিফাইনালে (কোয়ালিফায়ার) উঠেছি তাই আমাদের পরিকল্পনা থাকবে প্রথম ম্যাচটাই জেতা। দ্বিতীয় ম্যাচের কোনো চিন্তা-ভাবনা আমাদের মাথায় নেই।’
আজ মঙ্গলবার সন্ধ্যায় খুলনা টাইটান্সের বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামছে ঢাকা ডায়ানামাইটস। এবারের আসরে খর্ব শক্তির দলে হিসেবে বিবেচনা হলেও ঢাকাকে দুইবারই হারিয়েছে তারা। তাই নকআউট পর্বে কিছুটা হলে চাপে থাকবে দলটি। যদিও চাপ নিয়ে ভাবছেন না বলে জানান মোসাদ্দেক, ‘আসলে এগুলো নিয়ে আমরা একটুও চিন্তিত না, আমরা দল নিয়ে ভাবছি। আমরা কীভাবে কি পরিকল্পনা করবো কীভাবে খেলবো সেদিকে ফোকাস করছি। আমরা খুলনার সঙ্গে কি হয়েছে না হয়েছে তা নিয়ে ভাবছি না।’
আগের ম্যাচে সেরা একাদশ নিয়ে মাঠে নামেনি ঢাকা। আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভোসহ দলের শীর্ষস্থানীয় খেলোয়াড়দের খেলায়নি তারা। কোয়ালিফায়ারেও এমন কোনো পরীক্ষা-নিরীক্ষায় যাচ্ছেন কিনা জানতে চাইলে মোসাদ্দেক বলেন, ‘আসলে পরীক্ষা নিরীক্ষার দিন শেষ হয়ে গেছে। এখন আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, এখন যারা জিতবে তারা ফাইনালে যাবে, আর যারা হারবে তারা বাদ পরে যাবে। বিষয়টা এমনই অন্য কোনো দিকে তাকানোর কোনো বিকল্প নেই। এখন আমাদের লক্ষ্য খুলনার সঙ্গে জিততে হবে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ